Main Menu

বিপ্লবী প্রীতিলতা ভবনেই মহিলা জঙ্গিদের ঘাঁটি !

+100%-

pritilota

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার প্রচুর জেহাদি বই

চট্টগ্রাম (বাংলাদেশ): স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের নামাঙ্কিত ভবনের গরিমা মিশিয়ে দিল রাশিরাশি জেহাদি পুস্তক৷ জঙ্গি তত্ত্বের পাঠশালা হিসেবে নতুন করে উঠে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম৷  এই প্রতিষ্ঠানের বিখ্যাত প্রীতিলতা হলের ভিতরেই রীতিমতো জেহাদি তত্ত্বের অনুশীলন হত৷ সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর জেহাদি বই৷ ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে চট্টগ্রামসহ গোটা বাংলাদেশে৷
শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  প্রীতিলতা হলের ভিতরে অভিযান চালায় পুলিশ৷ সেখানে থেকে ধর্মীয় উস্কানিমূলক বইগুলি উদ্ধার করা হয়৷  বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক ভবন প্রীতিলতা হল ক্রমশ জঙ্গিদের আখড়া হয়ে উঠছে৷ এমনই খবর দিয়ে পুলিশকে দ্রুত অভিযানের অনুরোধ করে আওয়ামি লিগের ছাত্রী শাখা ‘স্বাধীনতা’-র সমর্থকরা৷ অভিযোগ পেয়েই দ্রুত অভিযান চালায় পুলিশ৷ উদ্ধার করা হয় রাশি রাশি জেহাদি বই৷ জানা গিয়েছে, জেহাদি বইগুলি বিশ্ববিদ্যালয়ে আমদানি করেছে জামাত ইসলামির শাখা সংগঠন ‘ছাত্রী সংস্থা’-র সদস্যারা৷ তারা প্রায়ই প্রীতিলতা হলের ভিতরে এই বই পড়ত৷ অন্য ছাত্রীদেরও জোর করে পড়াত৷  অভিযোগ, কর্তৃপক্ষকে আগে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

chattagram-uni

ঢাকার গুলশনে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় পরপর জঙ্গি হামলার পর থেকেই বাংলাদেশ জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ তদন্তে উঠে এসেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠনের যোগসাজশের তথ্য৷ বহু ছাত্র নিখোঁজ৷ তারা বড়সড় নাশকতার পরিকল্পনা করছে৷  ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো বিত্তশালী শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক পড়ুয়ার সঙ্গে গুলশন ও কিশোরগঞ্জে হামলার যোগ রয়েছে৷ জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে ধৃত এই প্রতিষ্ঠানের সহ উপাচার্য৷ সেই রেশ ধরেই এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একাংশের সঙ্গে জড়িয়েছে জেহাদি তত্ত্ব প্রচারের অভিযোগ৷

চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের পরাধীন ভারতে সশস্ত্র বিপ্লবপন্থার এক অবিস্মরণীয় নাম৷ ১৯৩২ সালে বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা করার সময় সরাসরি  ব্রিটিশ পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়৷ ধরা দেওয়ার বদলে আত্মঘাতী হন প্রীতিলতা৷ তাঁর নামাঙ্কিত ভবনে জামাতের জেহাদিরা ঘাঁটি গেড়ে ছাত্রীদের মধ্যে জঙ্গি তত্ত্ব প্রচার করায় বিস্মিত পুলিশ৷ ধারণা করা হচ্ছে, জঙ্গিবাদের শিকড় বাংলাদেশের আধুনিক পড়ুয়াদের অনেক গভীরে পৌঁছে দিতে পেরেছে সংগঠনটি৷






Shares