Main Menu

বিএনপি জামাতের রাজনীতি এখন দূতাবাসে…আইনমন্ত্রী

+100%-

রুবেল আহমেদ ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বিএনপি-জামাত দেশের মানুষের জন্য রাজনীতি করে না। তারা দেশের মানুষের কাছে ভোটও চায় না। তারা শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ অনেক দূতাবাসে ধর্না দেয়।

মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে স্থানীয় সুপার মার্কেট চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, তারা চায় দেশে বিশৃঙ্খলা লাগিয়ে অনিবার্চিত সরকার গঠন করে তাদের ওই সকল দূতাবাস ক্ষমতায় বসিয়ে দেবেন। তাদের ওই আশা পূরণ হবে না। নিবার্চন হবে এ বছরের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে। তখন প্রধানমন্ত্রী ও অন্যান্যরা যার যার দাপ্তরিক কাজ করবেন। নিবার্চন হবে নিবার্চন কমিশনারের অধীনে । তিনি ষড়যন্ত্রের পথ পরিহার করে গনতন্ত্রের পথে আসার জন্য বিএনপিকে আহ্বান জানান।

মন্ত্রী বলেন,আমেরিকার সেংশান দেখিয়ে আমাদের ভয় দেখায়। তিনি বলেন, র‌্যাবের ক’জন সদস্যদের সেংশান দেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে র‌্যাব তৈরি করেছিল আমেরিকা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় । এই ভয় দেখিয়ে যখন কোনো লাভ হচ্ছে না তখন তারা ভিসানীতি করে। ভিসানীতি হলো যারা দাঙ্গাহাঙ্গামা করে, বিশূঙ্খলা করে তাদের জন্য। আমেরিকার রাষ্ট্রদূত পিটার হার্স তিনজনের সঙ্গে দেখা করতে চায়। একজন আমি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বেশ ভালো কথা তিনি আমার সংগে কথা বলেন, আমি বললাম দেখেন ভিসানীতি সকলের জন্য সমান হলে কোনো আপত্তি কাউকে টার্গেট করে নীতি আরোপ করলে আমি লজ্জিত হবো। আমার দেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। আপনার দেশ আপনার নীতি। তবে আমার দেশের বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, ওলামা লীগ হোক তাদেরকে অন্যায়ভাবে এই ভিসানীতি আরোপ করলে আমরা মানবো না। বিশাল শোকসমাবেশে মন্ত্রী বঙ্গবন্ধুর পরিবারে বিয়োগান্ত ঘটনা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। তিনি বলেন; বঙ্গবন্ধুর ঋন আমরা কখনো পরিশোধ করতে পারবোনা। তাঁর কন্যার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করলেই এই রক্তঋন পরিশোধ করা যাবে। তিনি আগামী নির্বাচনে তাঁকে নৌকা মার্কায় ভোট দেবেন কিনা জানতে চাইলে সবাই দুই হাত তোলে তাকে অকুন্ঠ সমর্থন জানান।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশিলবদের জন্য আমরা সহসাই তদন্ত কমিটি গঠন করে তাদের মুখোশ উম্মোচন করবো।ওই সকল কুশিলবদের মুখোশ উম্মোচন করলেই দেশে হত্যার রাজনীতি বন্ধ হবে।

উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মোঃ আজহারুল ইসলাম এড: আনিসুল হক ভূইয়া,বীর মুক্তি যোদ্ধা মোঃ শহীদুল্লাহ, কুটি ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান স্বপন ,সাবেক পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদ সদস্য এম.এ আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড: রাশেদুল কাওছার ভূইয়া জীবন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হান্নান।






Shares