Main Menu

দুরন্ত পথিক সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান

+100%-

নিজস্ব প্রতিবেদক::কসবা উপজেলা বায়েক ইউপির নয়নপুর কোনাঘাটাস্থ দুরন্ত পথিক নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০১৫ উপলক্ষে গত ২৭ মার্চ  শুক্রবার বিকালে তোঁতা মিয়া ভূঞা বয়লার মাঠ প্রাঙ্গনে এক সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় । বায়েক কোনাঘাটা গ্রামের বিশিষ্ট প্রবীণ সমাজ সেবক আবু জাহের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক এডভোকেট রাশেদুল কায়সার ভূঞা জীবন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ বক্তা ছিলেন ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল আলম,জয়দল হোসেন প্রবাসী।
অনুষ্ঠানে কসবা থেকে প্রধান মেহমান ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির  যুগ্ম-আহবায়ক এম.জি.হাক্কানী,কসবা থানা কমিউিনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ভুইয়া রংগু,কসবা পৌর কাউন্সিলর আবু জাহের,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী,উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবলীগ নেতা ছায়েদুর রহমান মানিক,তারেক মাহমুদ,উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এইচ,মানিক প্রমুখ। বিশেষ মেহমান বৃন্দ ছিলেন যথাক্রমে ইউনুস মেম্বার,সরফরাজ ভূঞা সেলিম,সাখাওয়াত হোসেন ভূঞা সবুজ,আবুল কামাল আজাদ সরকার,সাম মিয়া মেম্বার,বজলুর রহমান মুহুরী,আবুল কাশেম প্রধান শিক্ষক,খোরশেদ আলম কবিরাজ,এলু মিয়া, সাদেক সরকার,হাজী ফয়েজুল ইসলাম ফয়েজ,মাহমুদা আক্তার শেলী,জাহাঙ্গীর আলম সরকার,মুরাদ সরকার,কামাল হোসেন,শামীম আহম্মেদ,আনোয়ার হোসেন প্রমুখ। আমন্ত্রিত অতিথি বৃন্দ ছিলেন যথাক্রমে ফেরদৌস ভূঞা, মাজহারুল ইসলাম কাশেম অধ্যক্ষ, মনিরুল হক মনির সাবেক চেয়ারম্যান,আল মামুন ভূঞা প্রধান শিক্ষক, মফিজুল ইসলাম, বাবু উরম কুমার চক্রবর্ওী প্রভাষক, নুরু নবী আজমল সাবেক ছাত্র নেতা, জাকির হোসেন সাধারণ সম্পাদক বায়েক ইউপি যুবলীগ,দুলাল ভূঞা, মোর্শেদ আলম,বাবু সুভাষ চন্দ্র দেবনাথ, জমির খাঁন,হাসন চন্দ্র বর্মন, নকুল চন্দ্র বর্মন,আতিকুর রহমান রিয়াদ,আল-আমিন সাংগঠনিক সম্পাদক বায়েক ইউপি যুবলীগ,আইয়ুব খাঁন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাঈদ বাপ্পী,বসে.আর.রাসেল,শান্তা সাহা,মৌসুমী প্রমুখ।  অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দুরান্ত পথিক সংগঠনের সভাপতি মোঃ তুষার সরকার প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি কর্তৃক নতুন ও পুরাতন দুই জামাইকে পাঞ্জাবী উপহার প্রদান করেন এবং প্রধান অতিথিকে দুরান্ত পথিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

সৌজন্যে মোঃ সুমন মিয়া,পরিচালক তুয়া ডেইরী ফার্ম,বাগড়া বাজার।






Shares