ব্রাহ্মণবাড়িয়া বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দিনভর অভিযান পরিচালনা করে প্রায় ২,৪১,৩০০/- টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য (০৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ) বিকাল ৩টায় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় একটি নিয়মিত অভিযান পরিচালনাকালীন ৯৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বিজিবি। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের কথা জানতে পেরে সন্ধা পৌনে ৬টায় আখাউড়া উপজেলার রাজাপুর নামক স্থানে নায়েক মোঃ তোফায়েল আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপ ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি জওয়ানরা। এছাড়াও একই উপজেলার শিবনগর এলাকা হতে দুপুর দেড়টায় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ী কর্তৃক ৩৫ বোতল হুইস্কি এবং কসবা উপজেলার কায়েমপুর এলাকা হতে সকাল ১০:৪০ ঘটিকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর টহল দল কর্তৃক ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ঐসব অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।