আখাউড়ায় মাদক মামলার আসামির রহস্যজনক মৃত্যু

আখাউড়ায় লিটন মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন উপজেলার মনিয়ন্ধ মাঝিগাছা গ্রামের হোসেন মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এখনো তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিটনের স্ত্রী হাসিনা বেগম (৩০) দাবি করেন, দুপুর সাড়ে ১১টার দিকে তার স্বামী বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসিনা বেগমের ভাষ্য, মাদক মামলার আসামি হওয়ায় লিটন মানসিক চাপে আত্মহত্যা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান জানান, দুপুর ২টার দিকে লিটনের পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।































