আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের সমস্যা শুনলেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের সমস্যার কথা শুনেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনকালে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিন বিকেলে রিয়াজ হামিদুল্লাহ আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দরে আসেন। তিনি আখাউড়া স্থলবন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন। পরে তিনি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা এ সময় বন্দর নিয়ে সমস্যার কথা জানান।
ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, ‘এ বন্দর দিয়ে ব্যবসা পরিচালনায় আমাদের সমস্যার কথা শুনে তিনি আলোচনার কথা জানিয়েছেন। তবে ব্যবসায়ীদের জন্য ভিসা চালুর বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো জবাব দেননি। বিষয়টি দুদেশের ব্যাপার বলে উল্লেখ করেছেন।’
ব্যবসায়ী নেসার ভূইয়া বলেন, ‘আমরা বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করেছি। বিশেষ করে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি করার বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা তিনি জানিয়েছেন। তবে ব্যবসায়ীদের জন্য ভিসা চালুর বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।’
এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার ভূইয়া, মাছ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক প্রমুখ।
পরে এ বন্দর দিয়ে আগরতলায় ফিরে যান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আগামীকাল শনিবার আবারও এ বন্দর দিয়ে তার আখাউড়া-আশুগঞ্জ ফোর লেন সড়ক ও আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শনের কথা রয়েছে।































