Main Menu

বিজয়নগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

বিজয়নগর উপজেলার মিরাশানী এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক শিশুর (বয়স আনুমানিক ১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের পাশে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি আখাউড়া রেলওয়ে থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এস. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Shares