Main Menu

বিজয়নগরে চুরি হওয়া ৫ মোবাইলসহ চোর গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বাড়িতে চুরির মামলা তদন্তে গিয়ে ৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত এক চোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২১ জুলাই রাতে বিজয়নগরের সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ মুসলিম মিয়া ও তার ভাইয়ের বসতঘরে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোর/চোরেরা ওই সময় ঘরে ঢুকে ৫টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মোহাম্মদ মুসলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কুদ্দুস আলী তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার কচুয়ামুড়া গ্রামের আ. আলিম (২৬), গ্রেপ্তার করেন। তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে,

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ।






Shares