Main Menu

বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

+100%-

মো:জিয়াদুল হক বাবু : বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

এতে বক্তব্য রাখেন ওসি মো: শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা মো: :মাছুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু, বিএনপির সভাপতি মহসিন ভুইয়া, জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন ভুইয়া, জামাতের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ,হেফাজত নেতা মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন,মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া যাবে না,জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, বর্তমান সরকার আইনের শাসন বাস্তবায়নে বদ্ধ পরিকর,কেউ যাতে বিনা অপরাধে মামলায় হয়রানি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে,প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যুবকদের কাজে রাখলে মাদক থেকে দূরে থাকতে পারবে।






Shares