Main Menu

চম্পকনগর পুলিশ ক্যাম্প ভবন নির্মাণ কাজ উদ্বোধন :আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

+100%-

গত ০২ মে ২০১৫খ্রিঃ ৮০০/৯০০ জন লোকের উপস্থিতিতে চম্পকনগর অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রাঙ্গনে বিকাল ৩টা ৩০ মিনিটে চম্পকনগর পুলিশ ক্যাম্প ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা মেধাবী শিক্ষাথী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার), বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ তানভীর ভুইয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ বশিরুল হক ভূঞা, সদর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব শাহরিয়ার আল মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল বিভিন্ন স্কুল থেকে আগত ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ৬৬ জন ছাত্র-ছাত্রী। পুলিশ সুপার তাদের মাঝে সনদপত্র এবং সম্মাননা স্মারক বিতরণ করেন। এছাড়া পুলিশ সুপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০জন শ্রেষ্ঠ শিক্ষককেও সম্মাননা স্মারক এবং ১০০জন গ্রাম পুলিশের মাঝে ছাতা প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী ও সমৃদ্ধির সোনার বাংলা গড়ার জন্য উপস্থিত ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান। তাছাড়া পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়া করে নিজেদেরকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়াসহ বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করে তোলারও আহ্বান জানান। মেধাবী শিক্ষার্থীরা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মামনা পেয়ে অভিভূত হন এবং উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও জেলা পুলিশের এরূপ উদ্যোগের প্রশংসা করেন। প্রেস রিলিজ






Shares