Main Menu

বিজয়নগরে বোরো জমি আবাদে ব্যস্ত কৃষকরা

+100%-


সারোয়ার হাজারী : তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কৃষকরা। শ্রমিক সংকটের কারনে চাষাবাদ নিয়ে অনেকটা বিপাকে তারা। ক্ষেত খামারে এখন সনাতন পদ্ধতির গরু লাঙ্গল জোয়াল দিয়ে চাষ পদ্ধতি নেই বল্লেই চলে। আধুনিক পদ্ধতি কলের লাঙ্গল (ট্রাক্টর) দিয়ে চলছে জমি চাষাবাদের কার্যক্রম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত  ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করা হচ্ছে। শ্রমিকরা দাগ কাটা নির্দিষ্ট বাঁশ দিয়ে জমিতে ধান রোপন করে থাকে যার ফলে আগাছা দমনকারী উইডার দিয়ে সহজেই আগাছা দমন করতে পারে। এ পদ্ধতি বিজয়নগরে খুবই জনপ্রিয় হয়ে ওঠেছে। উপজেলার সাতগাঁও, খাদরাইল, ডালপা, সাটিরপাড়া, চরইসলামপুর, দত্তখলা, চরমাধবপুর শতশত শ্রমিক ভাটি এলাকার বোরো ধান জমিতে কাজ করলেও তাদের বেতন বৈষম্য উল্লেখ করার মত। পুরুষ শ্রমিকদের দেওয়া হয় ৩শ টাকা আর নারী শ্রমিকদের দেয়া হয় ২শ টাকা। উপজেলার কৃষি অফিস সুত্রে জানা গেছে উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাত ২৫ হাজার হেক্টর এবং ৫ হাজার হেক্টর জমিতে হাইব্রীড জাতীয় ধানের আবাদ হচ্ছে। বিজয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মশকর আলী জানান ,চলতি বোরো মৌসুমে যা লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে।






Shares