আশুগঞ্জে ৩০ বোতল স্কফ সিরাপ ও মোটরসাইকেলসহ কাজীপাড়ার মাসুম গ্রেফতার

আশুগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) বোতল স্কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
১০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ৮টা ৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লা এলাকায় অভিযান চালায়। অভিযানে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ বোতল স্কফ সিরাপ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি Suzuki Gixxer মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরমান আলী মাসুম (৪২)। তিনি শহরের কাজীপাড়ার বেলায়েত আলীর ছেলে। তারা বর্তমানে শহরের কলেজপাড়ায় বসবাস করেন।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।































