আশুগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা :: মোটরসাইকেল কিনে না দেয়ায়
ডেস্ক ২৪:: আশুগঞ্জে মোটারসাইকেল কিনে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নাহিদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত নাহিদুল চরচারতলা গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাহিদুল তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল মা মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ নেই বললে মায়ের সঙ্গে অভিমান করে নাহিদুল।
পরে সন্ধ্যায় নিজ ঘরে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।