আশুগঞ্জে ভারতীয় ৩৮০ বক্স ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৩৮০ বক্স ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কিশোরগঞ্জের মাহামুদুল হাসান (৪০), মো. মোবারক (৫২) এবং ময়মনসিংহের হুমায়ুন কবীর (৪২)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৮০ বক্স ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট জব্দ করা হয়। প্রাইভেট কারে থাকা তিনজন আরোহীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) উপদেষ্টার আগমনে ঢাকা-সিলেট মহাসড়কের কাজে তোড়জোড় »































