Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন ফের বন্ধ

+100%-

আবুল হাসনাত মোঃ রাফি ॥ ইউরিয়া প্লান্টের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুঞ্জ সার কারখানার উৎপাদন আবার ও বন্ধ হয়ে গেছে। চলতি অর্থ বছরে এনিয়ে ১১ বারের মতো কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে সর্বশেষ গ্যাস সংকটের কারণে গত ২৩ ফেব্রুয়ারি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ২৪ ফেব্রুয়ারি আবার চালু হয়।

কারখানার কারিগরি বিভাগ সুত্রে জানা যায়, রোববার সকালে কারখানার ইউরিয়া প্লান্টের কার্বনেট পাম্পের ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন জানান, কারখানার ইউরিয়া প্লান্টের ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে কারখানা চালুর জন্য স্থানীয় প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।

কারখানার বিক্রয় বিভাগ সূত্র জানায়, বিসিআইসি কর্তৃপক্ষ চলতি অর্থ বছরে ৪ লাখ মে. টন ইউরিয়া উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছে। বছরের ৮ মাসে ২ লাখ ১২ হাজার মে. টন ইউরিয়া সার উৎপাদিত হয়েছে।

ঘন ঘন কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চলতি অর্থ বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

এতে প্রতিদিন প্রায় ১৪শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বর্তমানে কারখানায় ৬২ হাজার ২শ ৭৭ মে. টন সার মজুদ রয়েছে। তবে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 






Shares