Main Menu

ইউপি নির্বাচন:: সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আশুগঞ্জ সদর ইউপি নির্বাচন স্থগিত

+100%-

held upডেস্ক ২৪: সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চার মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার মো. আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির রিট আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম এবং মো. ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করেন।

রুল নিশিতে নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে (২৮ এপ্রিল ২০১৬) আগামী চার মাসের জন্য নির্বাচন স্থগিতাদেশ দেয়া হয়।

রিট আবেদনকারীর আইনজীবী মো. মোসাব্বির হাসান ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রস্তাবিত আশুগঞ্জ পৌরসভার সীমানা সংক্রান্ত বিরোধের কারণে নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে মো. আবুল কালাম আজাদ রিট আবেদন করেন। পরে আদালত রিটের শুনানি শেষে রুল নিশি জারি করে নির্বাচন চার মাসের জন্য স্থগিতাদেশ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন  জানান, নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি মৌখিকভাবে আমরা শুনেছি। তবে আদালতের সার্টিফাইড কপি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। কপি পাওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।






Shares