Main Menu

নাসিরনগরে হিফজুল কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জেলা পুলিশের উদ্যোগে হিফজুল কোরআন তেলওয়াত, হামদ-নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নাসিরনগর থানা সম্মেলন কক্ষে আয়োজিত হিফজুল কোরআন তেলওয়াত অনুষ্ঠানটি অন্যরকম আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

বুধবার সকালে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

দিনব্যাপী কোরআন তেলওয়াত শেষে নাসিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান ফকির,সিনিয়র সহকারি পুলিশ সুপার, সরাইল সার্কেল। বিশেষ অতিথি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ এমদাদুল্লাহ, হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, হাফেজ মাওঃ আতাউর রহমান।

পরে প্রতিযোগিতা শেষে তিন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে থানা অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর কুমলমতি হাফেজদের জঙ্গী,সন্ত্রাস,মাদকের মত মরণ ব্যাধী হতে দুরে থাকার আহবান জানান।

গত ২৯ অক্টোবর নাসিরনগরে ঘটে যাওয়া সাম্প্রদায়িক উস্কানিকে উল্লেখ করে বলেন, নাসিরনগরের শত বছরের হিন্দু-মুসলিমের সম্প্রীতিকে ধরে রাখতে হুজুরদের এগিয়ে আসতে হবে।






Shares