Main Menu

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

+100%-

nmbডেস্ক ২৪: হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন পালন করা হয়। গত বুধবার এ উপজেলায় এসে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন- কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত। তবে মানববন্ধনে লোকসমাগম অত্যন্ত কম।
বৃষ্টি ভেজা সময়েও শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে নাসিরনগর সদরের শহীদ মিনার প্রাঙণে এ মানববন্ধন পালন করা হলেও অনুপস্থিত ছিলেন- ছায়েদুল হকপন্থী হিন্দু নেতারা ও পূজা উদযাপন পরিষদের নেতারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন- ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান।আনিসুর রহমান হামলা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানান।

মানববন্ধনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আদেশ চন্দ্র দাস বলেন, হিন্দুদের উপর এ ধরণের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। একে কেন্দ্র করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তার।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. কাজী মাসুদও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।






Shares