Main Menu

নাসিরনগরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

+100%-

এম.ডি.মুরাদ মৃধা:নাসিরনগর  প্রতিনিধি | নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের রমজান পাগলার পুকুরের পানি থেকে গত শনিবার  সকাল ৮ টার দিকে ফিরুজ মিয়া(৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফিরুজ মিয়া বাড়ি নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। সে মৃত ছিদ্দিক আলীর ছেলে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো:  মহিউদ্দিন  নিহতের পরিবারের বরাত দিয়ে যুগান্তার প্রতিনিধিকে বলেন, গত শুক্রবার  সন্ধ্যা আনুমানিক ৬ টায় একদল লোক ফিরুজ মিয়াকে  বাড়ি থেকে বের করে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি। পরে শনিবার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে রমজান পাগলার বাড়ির পশ্চিম পাশের পুকুরে বেড় জাল দিয়ে নিহতের স্ত্রী বানেছা লাশটি উদ্ধার করে। স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

এ ব্যাপারে ধরমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান মো: বাহার বলেন,  নিহত ফিরুজ মিয়া একজন মাদকাসক্ত। এবং তার মেয়ের জামাই কামরুল  এলাকার চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ি। পুলিশ বহুবার তাকে গ্রেপ্তারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।






0
0Shares