Main Menu

নাসিরনগরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃ:নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আধুনিক পদ্বতিতে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্বির লক্ষে মাননীয় মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী এডঃ মোহাম্মদ ছায়েদুল হক এম পির এলাকায় এ বছরে দেশের চাহিদা মিটানোর পর  অতিরিক্ত মৎস্য উৎপাদনের লক্ষ্যে দেশকে মাছে স্বয়ং সম্পুর্ন করে গড়ে তুলতে কই,শিং ও তেলাপিয়া জাতীয় মাছের মিশ্রচাষের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ।এ উপলক্ষে রবিবার উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ সায়েদুর রহমান তার কার্যালয়ে উপজেলার স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টুডের নাসিরনগর প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান,দৈনিক বজ্রশক্তির  প্রতিনিধি মোঃ হারুন আল রশিদ,সমকাল প্রতিনিধি আলী আজম, দৈনিক সরেজমিন প্রতিনিধি ফয়সাল আহম্মেদ ,সাপ্তাহিক তিতাসবানী সম্পাদক এডঃ মোঃ আবু বক্কর ছিদ্দিক বাবর,সাংবাদিক মোঃ আব্দুল কাদের সেন্টু প্রমুখ।মতবিনিময় সভায় ফরমালিনযুক্ত মাছ চেনার উপায় ও এর অপব্যবহারে রোধ বিষয়ে আলোচনা করা হয়।






Shares