Main Menu

নাসিরনগর-মাধবপুর সড়কে ডাকাতি

+100%-

সরাইল  প্রতিনিধি:
পাওনা টাকা চাইতে এসে ডাকাতের কবলে পড়লেন দুই ব্যবসায়ি। গত বুধবার রাতে নাসিরনগর- মাধবপুর সড়কের তিলপাড়া ব্রীজের নিকটে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া দুই ব্যবসায়ি মাধবপুরের ছাতিয়াইনের বাসিন্ধা জাবেদ হোসেন (৩৫) ও মো: বাজিদ মিয়া (৪০) জানায়, ধনকূড়া গ্রামের শরীফ মিয়ার কাছে পাওনা টাকা চাইতে নাসিরনগর আসেন ওই দুই ব্যবসায়ি। শরীফ মিয়ার সাথে কথাবার্তা শেষ করে দশটায় তারা ছাতিয়াইনের উদ্যেশ্যে রওয়ানা দেন। রাত সাড়ে দশটায় তারা আনন্দপুর ও তিলপাড়ার মধ্যবর্তী স্থানে ব্রীজের নিকট পৌঁছা মাত্র ১০/১২ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের গতিরোধ করে। ডাকাতরা তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও একটি ডিসকভার মোটর সাইকেল ছিনিয়ে নেয়। পরে তাদের হাত পা বেঁধে সড়কের পাশের খালি মাঠে ফেলে রেখে চলে যায়। রাত দেড়টার দিকে দুই ব্যবসায়ি বাঁধ খুলে সড়কে উঠে মুঠোফোনে ঘটনাটি পুলিশকে জানায়। ব্যবসায়িরা জানায়, এত রাতে আপনারা ওখানে কেন গিয়েছেন বলে ধমক দেয়। প্রসঙ্গত: সম্প্রতি একই সড়কের ফুলপুর নামক স্থান থেকে রাত আটটায় দৈনিক ভোরের কাগজের নাসিরনগর প্রতিনিধি আবদুল মজিদের মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়েছিল ডাকাতরা।






Shares