Main Menu

সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৪০ – বাড়িঘর ভাংচুর

+100%-

সরাইল  প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলাকায় আধিপত্য বিস্থার ও খাস জায়গা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর গ্রামের বাচ্চু মিয়া ও দুলাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বসত বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের বাচ্চু মিয়া ও উচাবাড়ির দুলাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং খাস জায়গার দখলকে ঘিরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বার বার সংঘর্ষের ঘটনা ঘটছে। একাধিক মামলা মোকদ্দমাও চলছে। সর্ব শেষ উচাবাড়ির জায়গা থেকে গাছ কাটাকে কেন্দ্র করে গতকালের সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর একটার দিকে উভয় পক্ষের সহস্রাধিক লোক রাম দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাচ্চু মিয়ার পক্ষের ৩০-৪০ জন যুবক হেলমেট ও বুলেট প্রতিরোধক পোশাক পড়ে প্রতিপক্ষের ওপর পাঁচটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় তাঁরা ৪-৫টি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষের নারী পুরুষ ও শিশু সহ ৪০ জন আহত হয়েছে। পরে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।






Shares