সরাইলে নতুন ইউএনও’র যোগদান পরিচিতি ও মতবিনিময় সভা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সৈয়দা নাহিদা হাবিবা গত সোমবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সাথে তিনি পরিচিত হন এবং মতবিনিময় করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরাইলে নবাগত ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আলী আরশাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুর রাশেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মজিবুর রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন আহম্মেদ, , সরাইল উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি শফিকুল ইসলাম কানু প্রমুখ। উল্লেখ্য, সরাইল উপজেলার সাবেক ইউএনও মোহাম্মদ এমরান হোসেন হবিগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নতি পেয়ে চলে যাওয়াই নতুন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা সরাইল উপজেলায় যোগদান করেন।