সরাইল উপজেলা যুবলীগের বর্ধিত সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া জানান, বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মীদের মতামতের পরিপ্রেক্ষিতে উপজেলার শাহজাদাপুর, চুন্টা, সরাইল সদর ও নোয়াগাওঁ ইউনিয়নিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি করা হবে।
« বাঞ্ছারামপুর পৌরসভা কার্যালয় (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে বাংলা বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যৌথ আয়োজনে পিঠা-পুলি উৎসব অনুষ্ঠিত »