২১ জানুয়ারী শিশু নাট্যমের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প, প্রস্তুতি শুরু
২১-২৩ জানুয়ারী ২০১৬ ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ছবি আঁকা ও সংগীত বিভাগের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম ছবি আঁকা, সংগীত, শুদ্ধ উচ্চারন ও আবৃত্তি এবং ফটোগ্রাফি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারীদের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী উলচাপাড়া গ্রামের উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ে ৩দিনের এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের আগামী ১৫ জানুয়ারীর মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু আহ্বান জানিয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের কার্যনির্বাহী কমিটির সদস্য ও চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্র স্থপতি অরূপ দত্ত। সহকারী সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন চিত্র শিল্পী দীপ্ত মোদক ও প্রবাল বণিক। প্রশিক্ষণ ক্যাম্পকে কেন্দ্র করে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ৩ দিনের প্রশিক্ষণ ক্যাম্প সফল করার জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প সফলে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতি দিন শিশুদের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম অফিস কলকাকলীতে মুখরিত হয়ে উঠছে। প্রশিক্ষণ ক্যাম্প সম্পর্কে শিশু ও অভিভাবকদের সাথে মত বিনিময় করা হচ্ছে।