Main Menu

মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে “আমরা মৌলভীপাড়াবাসী”র শুভেচ্ছা জ্ঞাপন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে নিযুক্ত হওয়ায় “আমরা মৌলভীপাড়াবাসী” উদ্যোগে মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর মৌলভীপাড়াস্থ রাজনৈতিক কার্যালয়ে এলাকাবাসীর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে এডভোকেট আব্দুল হাই, খলিলুর রহমান, মোস্তাক আহমেদ ফারুক, মোঃ শাহজাহান, মোঃ শরীফ, মোঃ হাকিম, হুমায়ুন, আলী মাউন পিয়াস, কবির আহমেদ রিপন, আলী আসিফ গালিব, এমনুন মোহাব্বে, মোঃ সালাউদ্দিন সরকার, আলী মাসুম, অপু, রুবেন্স, প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিরতণ করা হয়।

এসময় মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সব সময় সুখে দুখে সকলে মিলে মিশে চলার প্রত্যয় ব্যক্ত করেন।