ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র – ব্যবসায়ী ও পুলিশের ত্রিমূখী সংঘর্ষ, আহত ২০, অর্ধশত ককটেল বিস্ফোরন, শতাধিক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডে দুপক্ষের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনি মিয়ার সাথে মাদ্রাসা ছাত্র মোশাররফের তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে মোশাররফ জামিয়া ইউনুসিয়ার শতাধিক ছাত্র নিয়ে ওই মোবাইল মার্কেটে হামলা চালায়। এর জের ধরে এক পর্যায়ে ব্যবসায়ীদের সাথে মদ্রিাসা ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটে। পরে পুলিশ ঘটনাস্ব্যহলে পৌছে পরিস্বতি শান্ত করতে অবস্হান নেয়। এ সময় পুলিশ, মাদ্রাসার ছাত্র ও ব্যবসায়ীদের ত্রিমূখী সংঘর্ষ বেধে যায়। এতে শহরের প্রধান সড়ক টি এ রোড রণক্ষেত্রে পরিণত হয়। সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় বেশ কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শতাধিক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের টিএ রোড, কান্দিপাড়ায় থেমে থেমে সংঘর্ষ চলছে।