ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস লাইনে লিকেজ আবাসিক গ্যাস সেবা বিঘ্নিত
আশুগঞ্জ -আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা – সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
লাইন লিকেজের কারনে অবরিত গ্যাস বের হত্তয়ায় বর্তমানে পাইপ লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। ফলে জেলা শহরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয় নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ফিরোজ মিয়া বলেন, চার লেনের কাজের সময় ভেকুর মেশিনে মাটি খুড়তে গেলে গ্যাস পাইপ লাইন ফেটে লিকেজের সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা তিতাস গ্যাসের সাথে যোগাযোগ করে সংযোগটি বিচ্ছিন্ন করি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, এ দূর্ঘটনার কারনে প্রায় ১ ঘন্টা কুমিল্লা -সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
« নবীনগরে ব্যাগ ভর্তি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রামবাসী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) একঘন্টা পর স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ »