Main Menu

ব্রাহ্মণবাড়িয়া ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাত গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিরাসার মার্কাস মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব মেড্ডা এলাকার জয়নাল আবেদিনের ছেলে মেহেদী হাসান তাসিন (২১), মধ্যপাড়া শান্তিবাগ এলাকার ভাড়াটিয়া ও নবীনগর থানার গোপালপুর মধ্যপাড়া এলাকার বড়বাড়ীর গাজী মিয়ার ছেলে জামাল ওরফে জালাল (৩২), সরাইল থানার কালিকচ্ছ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে বিল্লাল মিয়া (৩৭)।

এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত তানভীর আহমেদ জানান, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।






Shares