Main Menu

বকেয়া বিল ও কর আদায়ে তিনদিন ব্যাপী পৌর রাজস্ব মেলা

+100%-

২০২৩-২৪ অর্থ বছরের বকেয়া কর হিসেবে পৌর নাগরিকদের কাছ থেকে বিভিন্ন খাতের প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, যা মোট পাওনার প্রায় অর্ধেক। ইতিমধ্যেই অর্থবছরের প্রায় নয় মাস পার হতে চললো। এ অবস্থায় বিশেষ ছাড় দিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যে ‘রাজস্ব মেলা’ বসানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চলবে এ মেলা।

মেলার শুরুর দিনেই বেশ সাড়া পাওয়া যায়। উদ্বোধনের পর থেকে বেলা ৩টা নাগাদ নাগরিকদেরকে কর দিতে দেখা যায়। মেলার প্রথম দিনে আদায় হয়েছে ২০ লাখ টাকা। পৌর কর দিয়েছেন ২১০ জন, পানির বিল দিয়েছেন ৫০ জন, ট্রেড লাইসেন্স ফি দিয়েছেন ১২ জন।

এ মেলাটিকে বাংলাদেশের প্রথম রাজস্ব মেলা হিসেবে আখ্যায়িত করেছেন পৌরসভার মেয়র নায়ার কবির। মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু স্কয়ারের আব্দুল কুদ্দুস পৌর মুক্ত মঞ্চের সামনে শুরু হওয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ দাবি করেন। এ সময় তিনি জানান, মেলায় কর দাতা, আদায়কারিদের পুরস্কৃতও করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদদূস, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কাউসার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, নগর পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপ-সহকারী প্রকৌশলী সুমন দত্ত, উপ-সহকারী প্রকৌশলী সোহেল ভূইয়া, কর আদায় শাখার প্রধান মো. ইলিয়াস মিয়া, ট্রেড লাইসেন্স শাখার প্রধান আল মাসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।