Main Menu

দূর্গোৎসবে সম্প্রীতি মানবিকতায় প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ

[Web-Dorado_Zoom]

শারদীয় দূর্গোৎসবে সম্প্রীতি বন্ধন মানবিকতায় কর্মসূচীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ কালীবাড়ি মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও সাহা বাড়ির পক্ষ থেকে প্রতিবি দের সহায়তা উদ্যোগে শিশু মিঠুন মালাকারকে হুইল চেয়ার দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন।

অন্যান্যের মধ্যে ছিলেন এই আয়োজনের সমন্বয়কারী শ্যামল সাহা, দক্ষিণকারীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক রাকেশ বণিক , বিশ্বজিৎ সাহা, কানাই সাহা,বাবুল মালাকার, শম্ভু সাহা ক্ষমা রানী সাহা প্রমুখ।প্রেস রিলিজ






Shares