Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: মাদকদ্রব্যসহ আটক মাদক ব্যবসায়ীদের ০৩ (তিন) মাসের কারাদন্ড

+100%-

ডেস্ক ২৪::১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ ঘাগুটিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে  খারকোট নামক স্থান হতে  ০১ কেজি গাঁজা এবং ০৬ বোতল হুইস্কি সহ মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া (২২), পিতাঃ মোঃ বাবুল মিয়া, গ্রামঃ খারকোট, পোষ্টঃ কর্ণেল বাজার, থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজিবির উপস্থিতিতে ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । এছাড়া সিংগারবিল বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে কাশিনগর নামক স্থান হতে ৩৫ বোতল ফেন্সিডিল আটক, আজমপুর  বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বিজয় চন্দ্র এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁনপুর নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় হুইস্কি আটক, কাজিয়াতলী বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার শ্রী প্রভানন্দ এর নেতৃত্বে ধজনগর নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় হুইস্কি  আটক, ফকিরমোড়া বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ শাহজাহান এর নেতৃত্বে ধলেশ্বর নামক স্থান হতে ৫০ বোতল ব্লু হুইস্কি আটক সহ  বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করা হয় । ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবি অভিযানে ০১ জন আসামী আটক সহ হুইস্কি, ফেন্সিডিল, গাঁজা এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু মাদক দ্রব্য দেশ ও যুব সমাজকে অন্ধকারের দিকে ধাবিত করছে সেহেতু মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন ।






Shares