Main Menu

যুব রেড ক্রিসেন্টের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে আল মামুন সরকার

+100%-

রোববার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট ভবন কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের তিনদিন ব্যাপী মৌলিক, প্রাথমিক চিকিৎসা ও নেতৃত্ব বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, চিনাইরের ভয়ে যাওয়া টর্নোডোর মত আকষ্মিক দুর্ঘটনা মোকাবেলায় যুব সদস্যদের প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান কাজে লাগাতে হবে। তিনি এ সময় আরো বলেন, প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষিত যুব সমাজই পারে আর্ত মানবতার সেবায় নিজেকে নিবেদিত রাখতে। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষণ সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম প্রমুখ। ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাবেক যুব প্রধান মোঃ শাহজাদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুব প্রধান ও প্রশিক্ষক শাহজাহান সাজু, আরিফ উদ্দিন সাকিক প্রমুখ। আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।- প্রেস বিজ্ঞপ্তি






Shares