Main Menu

সরকার পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সব রকম সুযোগ সুবিধা প্রদান করছে..মেয়র হেলাল উদ্দিন

+100%-
পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পর্যায়ক্রমে সব রকম সুযোগ সুবিধা প্রদান করছে। মুক্তিযোদ্ধাদের মাঝে পৌরকর মুক্ত সনদ, প্রদান করার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নিজেদেরকে গৌরাবানিত্ব বোধ করছে। তিনি স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ নতুন প্রজন্ম কে সজাগ থাকতে আহবান জানান। তিনি গতকাল সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক আয়োজিত পৌরসভায় বসবাসকারী ২৭৮ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পৌরকর মুক্ত সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতির ভাষনে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজল অবঃ জহিরুল হক খান বীর প্রতীকসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, সদর ুউপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ডেপুটি কমান্ডার গাজী রন মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা ও সদ্য প্রয়াত  মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করাহয়।





Shares