Main Menu

‘জমি জবর দখল করতেই মন্দিরে হামলা চালানো হয়’

+100%-

kolkataঢাকা: পরিকল্পনা ছিল সংখ্যালঘুদের জমি ছিনিয়ে নেওয়া৷ তাই নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর ও শত শত পরিবারের উপর হামলা চালানো হয়েছে৷ এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন৷দীপাবলির দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হামলা চালানো হয়৷ অভিযোগ স্থানীয় যুবক রসরাজ দাসের  ফেসবুকে ইসলামকে অবমাননা করে বিকৃত পোস্ট দেওয়া হয়েছে৷ অভিযুক্ত যুবকের দাবি, তাঁর ফেসবুক হ্যাক করে এই কাজ করা হয়েছে৷ শনিবার কয়েকটি ধর্মীয় সংগঠনের মিছিল থেকে হামলা চালানো হয়৷ হামলাকারীদের মূল লক্ষ্য ছিল স্থানীয় সংখ্যালঘু হিন্দু পরিবার৷ হামলার পর থেকেই প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে৷ তারই মাঝে জাতীয় মানবাধিকার কমিশনের প্রাথমিক রিপোর্ট ঘিরে বিতর্ক চরমে উঠল৷

বাংলাদেশে এর আগেও সংখ্যালঘুরা (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান) আক্রান্ত হয়েছেন৷ তাদের সম্পত্তি ও জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ইমানুল হক চৌধুরী জানিয়েছেন, নাসিরনগরে হামলার ঘটনায় প্রাথমিক তদন্তে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের ষড়যন্ত্রের বিষয়টি উঠে এসেছে৷ তাঁর অভিযোগ, হামলার দিন পুলিশ কার্যত অসহায় ছিল৷ ঘটনার বিস্তারিত তদন্ত শেষ হলেই পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে৷ নাসিরনগরে আক্রান্ত সংখ্যালঘুদের সংগে হামলার বিষয়ে আলোচনা করেছ জাতীয় মানবাধিকার কমিশন৷ পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার এলাকা পরিদর্শন করে ভারতীয় দূতাবাসের এক প্রতিনিধি দল৷






Shares