সরাইলে মিড ডে মিল ও শিক্ষা উপকরণ বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও শিক্ষা উপকরণ বিতরণ। উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিম প্রাথমিক বিদ্যালয় ও মলাইশ সরকারী প্রাথমিক এ ৩টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল ও শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।
গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ৩টি বিদ্যালয়ে টিফিন বক্স, বিশুদ্ধ পানি ফিল্টার ,খাতা কলম, জ্যামিতি বক্স , টুথব্রাশ ও স্কুল ড্রেস বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা । অনুষ্ঠানে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহম্মেদ রাজ্জি , শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম খোকন , মলাইশ বিদ্যালয়ের সভাপতি প্রিয়তোষ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান উদ্দিন খালেদ , ইউপি সদস্য বিধান সরকার ,প্রধান শিক্ষক সুলতানা সপ্না, বিন্দাবন দাস ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ ।