ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মেধাবৃত্তি প্রদান ও শিশু মেলা
প্রতিনিধি :গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজে শিশু মেধাবৃত্তি প্রদান ও শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মেলার উদ্বোধন করেন দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক কবি আবু হাসান শাহরিয়ার। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। মেলা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অধ্য প্রফেসর অমৃত লাল সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম। বিপুল সংখ্যক এলাকাবাসী, শিার্থী ও শিশুরা মেলায় অংশ নেয়। মেলা উপলে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ এলাকা ব্যাপক বর্নাঢ্য সাজে সজ্জিত হয়। শিশুদের উপযোগী ৫টি স্টল দিনব্যাপী পশরা নিয়ে বসে। ২৩১ জন শিশুকে মেধাবৃত্তি প্রদান করা হয়। জেলার ৮টি উপজেলার শিশুরা মেধাবৃত্তি পরীায় অংশ নেয়।