Main Menu

সরাইল বিদ্যালয়ে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত র্চচার উদ্দ্যেগ

+100%-

jsমোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত র্চচার উদ্দ্যেগ নিয়েছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উচালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত র্চচা কার্যক্রম শুরু করেছে। পরিচালনায় উপজেলা ত্রিতাল সংগীত বিদ্যালয় । প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন দৈনিক সমাবেশে জাতীয় সংগীত গাওয়া হয়ে থাকে এতে অধিকাংশ ছাএ-ছাএী উচ্চারণ শুদ্ধ হয়না বলে সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা বলেন কোমলমতি শিশুদের শুদ্ধ স্বরে জাতীয় সংগীত র্চচার প্রতি সকল শিক্ষকের আহবান জানান।

js1
ত্রিতাল সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ সনজিব কুমার দেবনাথ বলেন, ছাএ-ছাএীরা প্রশিক্ষন পেলে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত গাওয়া সম্ভব হবে বলে আশা করি। সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা বিদ্যালয়ের সমাবেশে জাতীয় সংগীত শুদ্ধ স্বরে গাইতে পারে না উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা দৃষ্ঠিগোচর এলে তিনি তিতাল সংগীতের সহযোগিতায় শুদ্ধ স্বরে জাতীয় সংগীত র্চচা শুরূ করেছেন এতে আমি সরাইল বাসীর পক্ষে থেকে অভিনন্দন জানায়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, সরাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা শুদ্ধ স্বরে জাতীয় সংগীত গাইতে পারে না । আমার এ বিষয়টি দৃষ্টিগোচর এসেছে । আবার অনেক শিশুরা জাতীয় সংগীত গাইতে পারে না । তাই উপজেলা তিতাল সংগীত বিদ্যালয়ের অধক্ষ্য সনজিব কুমার দেবনাথ কে নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত প্রশিক্ষনের ব্যাবস্থা করি এবং প্রতিটি বিদ্যালয়ে প্রশিক্ষন দেয়া হবে।






Shares