নাসিরনগরে মন্দির ভাঙ্গার ঘটনায় ১ জন আটক:: রসরাজ ৫ দিনের রিমান্ডে
ডেস্ক ২৪:: নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। গ্রেফতার হওয়া মহিউদ্দিন আহমেদ ওরফে বেলাল (৩০) উপজেলার চাপরতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।ভাঙচুর ও লুটপাটের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে মহিউদ্দিনকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে গঠন করা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছে।কমিটির অন্য ৩ সদস্যরা হচ্ছেন, পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া পিআইবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান ও ব্রাহ্মণবাড়িয়ার এএসপি (সদর দফতর) রাজন কুমার দাশ। এই কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক দায়দায়িত্ব নিরূপণ এবং মতামত ও সুপারিশসহ ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই কমিটি নাসিরনগরে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছে। সকাল ১১টায় কমিটির সদস্যরা প্রথমে নাসিরনগর থানায় গিয়ে মামলা ডকেট পর্যালোচনা করছেন। কমিটি ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন বলে জানান তদন্ত কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়ার এএসপি (সদর দফতর) রাজন কুমার দাশ।
ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার রসরাজ দাসকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সুহাগ উদ্দিন তার এ রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের এপিপি নাজমুল হক লিটন বলেন, পুলিশ রসরাজ দাসের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন।