Main Menu

দরিকান্দি ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টার মামলার আসামী সন্ত্রাসী ড্রাইভার কবির গ্রেফতার

+100%-

%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দরিকান্দি ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলার আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঞ্ছারামপুরের গোপালপুর গ্রামের খালেক মিয়ার ছেলে।

এবিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, “কবির হোসেন গৌরিপুর বাস স্ট্যান্ড এলাকায় লুকিয়ে ছিলেন। কবির হোসেনকে গ্রেফতারের সময় মামলার প্রধান আসামী রফিকুল হক ওরফে বাবুর একটি পিকআপ জব্দ করা হয়েছে। কবিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে স্বপন চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।”

গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে দরিকান্দি ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলামের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী সুমনা ইসলাম ২৮ অক্টোবর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।






Shares