অপহরনের পর হত্যা,ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেফতার তিন
অপহরনের পর ঢাকার ব্যাবসায়ীর আবদুল হান্নান বাহার হত্যার তিন আসামীকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মইনুল ইসলামের নেতৃত্বে একটি টিম নবীনগর থানা পুলিশের সহায়তায় শুক্রবার(৮/৮)উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নুরু মিয়া, বাবুল মিয়া ও জিয়াউদ্দিন নামে ওই তিন খুনিকে গ্রেফতার করে। তাদের স্বীকারউত্তি ভিত্তিতে ওই দিনই নবীনগর পাশ্ববর্তী বানছারামপুর উপজেলার কৃঞ্চপর তিতাস নদী থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহিত ওই ব্যবসায়ীর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অম্বরনগর গ্রামে। দীর্ঘদিন তিনি ঢাকায় এমিটেশান জিনিসের সাপ্লাইয়ের ব্যবসা করে আসছে। সেই ব্যবসার কালেকশানের জন্য ঈদের আগে নবীনগর উপজেলার বংগরা বাজারে লোকমান নিউ ফ্যাশান দোকানে আসেন। তারপর তার খোঁজ না পেয়ে গত ৪ আগষ্ঠ নিহতের শ্যালক মো. হোসাইন আহমেদ যাত্রাবাড়ি থানায় একটি সাধারন ডায়রী করেন। অভিযোগের প্রেক্ষাপটে ‘ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন সক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকান্ডে প্রাথমিক ধারনার’ উপর ডিবি পুলিশ তদন্ত চালিয়ে ওই লাশ উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের নবীনগর থানা থেকে শুক্রবার রাতেই বানছারামপুর থানায় হস্তান্তর করা হয় ।