Main Menu

বাঞ্ছারামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীরা বিপুল ভোটে জয়ী

+100%-


সংবাদাদাতা : বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীগণ  বিপুল ভোটে জয়লাভ করেছে । চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম আনারস প্রতীকে ১২২০৪৩ ( একলক্ষ বাইশ হাজার তেতাল্লিশ) ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইদ উদ্দিন খান জাবেদ কাপ পিরিচ প্রতীকে ১০০৭১( দশহাজার একাত্তর)ভোট পেয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা তালা চাবি প্রতীকে  ১২০৬৭৮( একলক্ষ বিশ হাজার ছয়শত আটাত্তর) ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুল ইসলাম সবুজ চশমা প্রতীকে ১১১২৫(এগারহাজার একশত পচিশ). ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার হাঁস প্রতীকে ১০১১১৫(একলক্ষ একহাজার একশত পনের )ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধী সনি আক্তার সূচি কলস প্রতীকে  ৩৫৬৫৪(পয়ত্রিশ হাজার ছয়শত চুয়ান্ন) ভোট পান । উপজেলার ১৩ টি ইউনিয়নের ৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে  গতকাল বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়েছে ।