বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনায় ৩ গ্রামবাসীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি:বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনায় ৩ গ্রামবাসীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রলীগ সেক্রেটারী লাঞ্চিত হওয়ার জের ধরে ৩ গ্রামবাসীকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। জানা যায়, গত শুক্রবার উপজেলা সদরের দরিয়াদৌলত ইউনিয়নের আসাদনগর গ্রামের ছাত্রলীগ কর্মী শাহিন তুচ্ছ ঘটনার জের ধরে উপজেল কমিটির নাসির উদ্দিনের সাথে দুর্ব্যবহার করে। এ ঘটনায় ছাত্রলীগের সেক্রেটারী রুহুল আমীন টিপু ছাত্রলীগ কর্মী শাহিনকে জিজ্ঞাসাবাদ করলে তাকেও লাঞ্চিত করে। এ খবর ছড়িয়ে পড়লে টিপুর অনুসারীরা রাত প্রায় ৯টায় ওই গ্রামের ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত মীর কাশেম (৫৫), মোবারক হোসেন (২৭)কে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, গতকাল শনিবার দুপুর পর্যন্ত উভয় প থানায় অভিযোগ দেয়নি। |
« বিএনপি ক্ষমতায় আসলে কেউ ভাল থাকতে পারবে না.. মোকতাাদির চৌধুরী এমপি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) খালি হাতেই ঢাকা ফিরছেন দীপু মনি : আনন্দবাজার »