Main Menu

বাঞ্ছারামপুরে ছাত্রীকে উত্যক্ত করায় ৪ বখাটেকে ৪০০ জুতাপেটা

+100%-

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ৪ বখাটেকে ৪’শ জুতাপেটা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় সুত্রে জানা গেছে, রূপসদীর স্বপন মিয়ার পুত্র বখাটে কামরুল হাছান (২৫) তিন সপ্তাহ পুর্বে দশম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে যায় পরে এলাকাবাসীর চাপে ওই ছাত্রীকে ফেরৎ দেয়। ওই ঘটনায় সোমবার সন্ধ্যায় বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে শালিস বৈঠকে রূপসদী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক নুর মোহাম্মদ জমদ্দারসহ এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে কামরুলসহ রূপসদীর জাকির হোসেনের ছেলে মোঃ মাসুম (২২), রূপ মিয়ার ছেলে শিপন মিয়া (২৩) এবং আব্দুল আজিজের ছেলে উজ্জল মিয়া তাদের দোষ স্বীকার করায় প্রত্যেককে ১’শ করে জুতাপেটা করা হয়।
বিদ্যালয়লের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জমদ্দার জানান, প্রত্যেককে ১০০ করে জুতাপেটা এবং অভিভাককরা ষ্ট্যাম্পে লিখিত মুচলেকা দেয়।  মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা  নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, রূপসদী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়াসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকতা এটিএম কাউছার হোসেন জানান, ছাত্রীরা যেন নির্বিঘ্নে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে পারে সেজন্য সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।






Shares