Main Menu

বাঞ্ছারামপুরে আসামী ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশ কর্মকর্তাসহ ২পুলিশ আহত

+100%-
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একাধিক হত্যা মামলার আসামী ডাকাত সর্দার মোমেনকে গ্রেফতার করতে গিয়ে বাদির লোকজনের হামলায় গুরুতর আহত হয়েছেন এএসআই ওমর ফারুকসহ ২ পুলিশ কন্সটেবল। গত মঙ্গলবার সকালে ছয়ফুলাকান্দি বাজার থেকে ডাকাত সর্দার মোমেনকে গ্রেফতার করা পুলিশ। মোমেনকে থানায় নিয়ে আসার সময় কামাল হত্যা মামলার বাদী দিপালী বেগম ও তার লোকজন মোমেনের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় বাঞ্ছারামপুর থানার এএসআই ওমর ফারুক গুরুতর আহত হয়। তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। মোমেন ডাকাতের বিরুদ্ধে কামাল হত্যা মামলাসহ ১২টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। মোমেন গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ফুলাকান্দি বাজার থেকে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত সর্দার মোমেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।





Shares