বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে নৌ ডাকাতি, আহত ৭, ১০ লক্ষ টাকার মালামাল লুট
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় ৭ যাত্রী আহত হয়েছে। ডাকাতদল এসময় নগদ টাকা সহ ১০ ল টাকার মালামাল নিয়ে যায়। গত বুধবার রাতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে ২০/২৫ জন যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাটে আসার পথে ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত দল ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ধাওয়া করে আড়াইহাজারের চৈতনখোলার দিকে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে স্বর্নালংকার ও নগদ টাকা সহ ১০ ল টাকার মালামাল নিয়ে যায়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, মেঘনা নদীতে ডাকাতির ঘটনা আমার জানা নেই। |
« যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত তরান্বিত করার দাবীতে,ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ দলের মানব বন্ধন হয়নি (পূর্বের সংবাদ)