Main Menu

বাঞ্ছারামপুরে জোড়া খুনের ঘটনায় মামা আটক

+100%-

বাঞ্ছারামপুরে স্কুল পড়ুয়া ভাইবোন হত্যা ঘটনায় জড়িত সন্দেহে তাদের মামা বাদল মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকার গোড়ান থেকে তাকে আটক করা হয়। সোমবার রাতে বাঞ্ছারামপুরের সাহেবাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার পুত্র কামরুল হাসান ও কন্যা শিফা আক্তারের মরদেহ নিজ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই মামা বাদল মিয়া পলাতক ছিলেন। বাদল গত প্রায় আড়াই মাস ধরে বোনের বাড়িতে ছিলেন। তার বাড়ি পাশের হোমনা উপজেলার খুদে-দাউদপুর গ্রামে। সে সৌদি প্রবাসে থাকতো।
ঘটনার পর বাদলকে আটক করতে ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালায় পুলিশ। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বাদল মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাদল মিয়াকে ঢাকা থেকে আটক করা হয়েছে।
তাকে ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে পুলিশের হেফাজতে রয়েছে নিহত শিফা ও কামরুলের বাবা কামাল উদ্দিন ও মা হাসিনা আক্তার। পুলিশ জানায় ওই ঘটনার সময় নিহতদের বাবা-মা ও মামা বাদল ওই বাড়িতে ছিলেন। এদিকে এ ঘটনায় এখনো মামলা হয়নি।






Shares