Main Menu

Wednesday, September 24th, 2025

 

নবীনগর প্রেসক্লাবের নামে গুজব: স্থানীয় সাংবাদিকদের ক্ষোভ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবকে ঘিরে ভিত্তিহীন গুজব ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। তারা বলছেন, একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য প্রেসক্লাবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “নবীনগর প্রেসক্লাব কোনো ব্যক্তির জমি দখল করেনি। যেখানে সাইনবোর্ড টানানো হয়েছে সেটি সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা। বহুদিন ধরেই ওই স্থানে প্রেসক্লাবের একটি ঘর রয়েছে, যার ভাড়া থেকে প্রেসক্লাবের ব্যয়ভার চালানো হয়। বর্তমানে ভবন নির্মাণের উদ্যোগ নিলে প্রতিহিংসাপরায়ণ কিছু ব্যক্তি গুজব ছড়িয়ে প্রেসক্লাবকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” তিনি আরও জানান,বিস্তারিত


মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬০ বছর। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে লাশে আঘাতের চিহ্ন আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরবিস্তারিত


বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অনেককে জেল ও জরিমানা করা হচ্ছে। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়কের ৯ কিলোমিটারের উভয়পাশের বৃক্ষরোপণ কর্মসূচী পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘গাছগুলো বড় হলে এই অঞ্চলের মানুষের গর্ব করার বিষয় হবে। এতে করে এখানকার ভূমি অধিকার রক্ষা হবে। তেমনিভাবে এটি সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন আরোবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্যোগের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি বৃক্ষরোপণ, লাইব্রেরি পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে; প্রতিদিন অন্তত এক ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তুললে তারা জ্ঞানসমৃদ্ধ নাগরিক হয়ে উঠবে। জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মোঃ দিদারুল আলম বলেন, পাঠকদের সুবিধার্থে লাইব্রেরিতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিস্তারিত


বাঞ্ছারামপুরে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যৌথভাবে পেট্রো বাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি কর্তৃপক্ষ এ অভিযোন পরিচালনা করে। এসময় প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নেতৃত্বে এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে অভিযান পরিচালনা করা হয়। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্কবিস্তারিত


চলন্ত ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ২ হিজড়া গ্রেপ্তার

চলন্ত ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদের বিরক্ত করার অভিযোগে ২ তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে (হিজরা) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নাটোরের গুরদাশপুর উপজেলার চাটগাঁও ইউপির খলিফা পাড়া গ্রামের রহিম মোল্লার সন্তান কথা আক্তার রাকিব (২৮) ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউপির আশ্রাফপুর গ্রামের রিয়াজ আলীর সন্তান পায়েল আক্তার (২০)। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারবত এক্সপ্রেস ট্রেনে অশ্লীল অঙ্গভঙ্গি করে যাত্রীদেরবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মামলার পলাতক আসামী টিকেট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ মামলার পলাতক আসামী চিহ্নিত টিকেট কালোবাজারি আব্দুল হাকিম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যার পর রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালোবাজারি আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে।


কিশোর অপরাধ, মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

আখাউড়ায় কিশোর অপরাধ, মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও বাল্য বিয়েকে তারা লাল কার্ড প্রদর্শন করেন। এসময় বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ নেন। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার (ওসি) মোঃ ছমিউদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লালবিস্তারিত