Tuesday, September 2nd, 2025
নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে রোকেয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোকেয়া সাহিদুল ইসলামের মেয়ে। স্থানীয় ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামে শিশু রোকেয়া পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর শিশু রোকেয়ার মরদেহ পানিতে ভেসে উঠে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবীনগর থানার (ওসি) শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুরবিস্তারিত
ময়না হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছরের শিশু ময়না হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হোসেন মিয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিজয়নগরের আতকাপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরবিস্তারিত





























