Main Menu

Friday, August 8th, 2025

 

তিতাস ও বাখরাবাদে গভীর অনুসন্ধান কূপ খনন:: বিজিএফসিএল ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর

তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের লক্ষ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ও চীনা প্রতিষ্ঠান চুয়ানগিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানির (সিসিডিসি) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) পেট্রোবাংলা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিজিএফসিএলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানি সচিব মোঃ মোজাহার আলী এবং সিসিডিসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও লি জিয়াওমিং। চুক্তি অনুযায়ী, তিতাস-৩১ ডিপ (৫৬০০ মিটার) ও বাখরাবাদ-১১ ডিপ (৪৩০০ মিটার) নামের দুটি গভীর কূপ খননের কাজ করবে চীনা প্রতিষ্ঠানটি। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ঋণবিস্তারিত